রবিবার, ৩০ মে, ২০১০

কী জ্বালা দিয়ে গেলা মোরে

কী জ্বালা দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরাণের বন্ধুরে
না দেখিলে পরাণ পোড়ে।
কী দুঃক্ষ দিয়ে গেলা মোরে।
নয়নের কাজল পরাণের বন্ধুরে
না দেখিলে পরাণ পোড়ে।

না রাখি মাটিতে না রাখি পাটিতে
না রাখি পালঙ্কের উপরে,
সিঁথির ও সিন্ধুরে রাখিবো বন্ধুরে,
সিঁথির ও সিন্ধুরে রাখিবো বন্ধুরে,
বেড়িয়ে রেশমি ডোরে।
বেড়িয়ে রেশমি ডোরে।

বন্ধু পরবাসী
পরের ঘরে আসি
এত ঘুমে ক্যানে ধরে,
বন্ধু পরবাসী
পরের ঘরে আসি
এত ঘুমে ক্যানে ধরে,
কোয়েলা করে ধ্বনি পোহাইলো রজনী,
না ডাকি ননদিনীর ডরে।

নারীর প্রেমের গাছে, কি টোনা কইরাছে
বস্র খসি খসি পড়ে,বস্র খসি খসি পড়ে।
কহে আসকর আলী সাধু শতজনে,
উদাসী বানাইলো মোরে।
কী জ্বালা দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরাণের বন্ধুরে
না দেখিলে পরাণ পোড়ে।
কী দুঃক্ষ দিয়ে গেলা মোরে।
নয়নের কাজল পরাণের বন্ধুরে
না দেখিলে পরাণ পোড়ে।

1 টি মন্তব্য: