মঙ্গলবার, ২৯ জুন, ২০১০

Premer Jalay

 Mohammad Aziz
~Preyoshir Poran~
Amar Chokkhur Joley Bokkho Bashey,
DineyRaitey Kandiya Kandiya,
Premer Jalay Joila Morlam Ami,
Tumi Ekbar Dekhilana Chahiya.

রবিবার, ৩০ মে, ২০১০

কী জ্বালা দিয়ে গেলা মোরে

কী জ্বালা দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরাণের বন্ধুরে
না দেখিলে পরাণ পোড়ে।
কী দুঃক্ষ দিয়ে গেলা মোরে।
নয়নের কাজল পরাণের বন্ধুরে
না দেখিলে পরাণ পোড়ে।

না রাখি মাটিতে না রাখি পাটিতে
না রাখি পালঙ্কের উপরে,
সিঁথির ও সিন্ধুরে রাখিবো বন্ধুরে,
সিঁথির ও সিন্ধুরে রাখিবো বন্ধুরে,
বেড়িয়ে রেশমি ডোরে।
বেড়িয়ে রেশমি ডোরে।

বন্ধু পরবাসী
পরের ঘরে আসি
এত ঘুমে ক্যানে ধরে,
বন্ধু পরবাসী
পরের ঘরে আসি
এত ঘুমে ক্যানে ধরে,
কোয়েলা করে ধ্বনি পোহাইলো রজনী,
না ডাকি ননদিনীর ডরে।

নারীর প্রেমের গাছে, কি টোনা কইরাছে
বস্র খসি খসি পড়ে,বস্র খসি খসি পড়ে।
কহে আসকর আলী সাধু শতজনে,
উদাসী বানাইলো মোরে।
কী জ্বালা দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরাণের বন্ধুরে
না দেখিলে পরাণ পোড়ে।
কী দুঃক্ষ দিয়ে গেলা মোরে।
নয়নের কাজল পরাণের বন্ধুরে
না দেখিলে পরাণ পোড়ে।

শনিবার, ২৯ মে, ২০১০

~প্রেয়সীর পরাণঃ

~প্রেয়সীর পরাণঃ
কতদিন দেখিনা তোমারে বন্ধুরে,
শেষ দেখা কি আবার আমার হবে?
প্রথম প্রেমের মালা দিলে আমার গলে,
এখন কি আমায় ভুলে গেলে?
তোমার সাথে পীরিত করলাম ডালিম গাছের তলে,
চাঁদবদনি হাসি দিয়ে পরান নিলে কেড়ে,
অমাবস্যার গাঢ় কালো রাতে,
পরান কেড়ে নিলে ।
কত যতনে রাখিতাম তোমারে বুকের মাঝে ধরে,
এখন কি আমায় ভুলে গেলে?
শেষ দেখা কি আবার আমার হবে?
পীরিতির বান মেরে আমার পরাণ কেড়ে নিলে,
কোন মোহে পড়ে বন্ধু আমায় ভূলে গেলে?

বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০১০

Piriter Ghor/ Preyoshir Poran

Piriter Ghor/ Preyoshir Poran

Tomar Oi Moner Shimantey Ami Achi Onontokal,
Protidin Shurjer Moto Joli
Ami Tomar Pranobonto Valobashar Shokal Ar Bikal.
Ridpinder Komponguli Ektaley Choley,
Praner Pakhiguli Katay Shomoy Moner Baghaney Otibo Kolaholey,
Chader Shubrota Har Maney Tomar Ucchol Hashitey,
Bar Bar Mori Ami Tomar Piriter Pashitey.